ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

নাসিরনগরে হামলায় ঘটনায় প্রশাসনের গাফিলতিই দায়ী বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার

নাসিরনগরে হামলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুনের ঘটনায় প্রশসনের গাফিলতিই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ মহলের উদ্দেশ্য হাসিলের অভিপ্রায়ে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগনের কোনো অধিকারই সুরক্ষিত নয়। ৭ নভেম্বর দলীয় কর্মসূচী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে অন্য স্থানের জন্য আবেদন করবেন তারা।