ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

বাংলাদেশের ফুটবলে বেশ সুবাতাস বইছে। কোচ জেমি ডের দিক নির্দেশনায় জামাল ভুঁইয়ার হাত ধরে সোনালি যুগে প্রবেশ করার পথে এগিয়ে যাচ্ছে লাল-সবুজের দল। মাত্রই বিশ্বকাপের মূল বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে জামাল ভুঁইয়ার দল। এবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকেও পেল পুরস্কার। ফিফা র‍্যাংকিংয়ে ১৮৮ তম থেকে পাঁচ ধাপ এগিয়ে এখন ১৮৩ তমতে অবস্থান করছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিতের পর র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে লাওস বাধা পেরিয়ে গেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে লাওস এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে। এই দলটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জিতলেও ঢাকার ফিরতি লেগ ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে সাফল্যে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রকাশিত র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে আরও উপরে উঠে এসেছে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশের উন্নতির বিপরীতে অবনতি হয়েছে লাওসের। আগের ১৮৪ নম্বর থেকে ‍চার ধাপ পিছিয়ে এখন তাদের অবস্থান ১৮৮ নম্বরে।

র‌্যাংকিংয়ের উন্নতির খবর পাওয়ার আগেই বাংলা ট্রিবিউনকে প্রধান কোচ জেমি ডে জানিয়ে রেখেছিলেন, ‘ধীরে ধীরে আমরা র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে চাই। বছর শেষে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থানেও কোনও বদল হয়নি; ব্রাজিল তিন নম্বরে, আর আর্জেন্টিনা রয়েছে আগের ১১তম স্থানেই। উন্নতি হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের। নেশনস লিগ জয়ী দলটি দুই ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে।

আরকে//