ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

‘ভারতের বিপক্ষে পারব না কেন?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার

বিশ্বকাপে ভারতকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। ভারতের বিপক্ষে জয়ের সব প্রস্তুতিই পাকিস্তানের রয়েছে জানিয়েছেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে পারব না কেন? আমি একা নই, দলের প্রত্যেক ক্রিকেটার ভারতের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছেন। যে ফর্মে থাকবে সে চাইবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে জয় উপহার দিতে।’

এবারের বিশ্বকাপে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আজ রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হবে। তারা মাঠের ভিতরে যেমন চির প্রতিদ্বন্দ্বী তেমনি মাঠের বাইরেও যেন। এ খেলাকে ঘিরে বেশ উত্তেজনা ও রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

এক গণমাধ্যমকে বাবর আজম বলেন, ‘ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্মৃতি কখনো ভুলব না। যতবার ভাবি, ভারতের বিপক্ষে নতুন করে জেতার অনুপ্রেরণা পাই। আর ওই দলের অনেকেই তো এবার ভারতীয় স্কোয়াডে আছে।’

তবে প্রতিপক্ষের প্রশংসা করতেও ভুলে যাননি বাবর আজম। তিনি বলেন, ‘ভারতের বোলিং যে ভালো তা বলার অবকাশ রাখে না। ভালো বোলিং ইংল্যান্ডেরও ছিল তবে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো জয় পেয়েছি। এবার ভারতের বিপক্ষে জয়ী হয়ে আমাদের জয় অব্যাহত রাখব।’ এ সময় বাবর ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন। বিরাট ভারতের জয়ের জন্য বিশাল এক প্রভাবক বলেও উল্লেখ করেন তিনি।

এমএস/