ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কোহলিদের যে সতর্কবার্তা দিলেন সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার | আপডেট: ০৮:৫৯ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরেরে ২২তম ম্যাচে আজ রোববার মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রতিবারের মতো এবারও দুই প্রতিবেশি দেশের মধ্যকার ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

তবে এ ম্যাচে টিম ইন্ডিয়া নিজেদের ফেভারিট ভাবলেই মুশকিল। কারণ দুবছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নিতে গিয়ে হারতে হয়েছিল ভারতকে।

বিশ্বকাপের মঞ্চে ৬ বারের সাক্ষাতে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। তবুও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিরাটদের সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভ বলেন, ভারতকে ভীষণ সতর্ক হয়ে মাঠে নামতে হবে। আমরাই ফেভারিট এই ভাবনা নিয়ে মাঠে নামলে হবে না। আমার মনে আছে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নিয়ে ভুগতে হয়েছিল।

আর সেই সঙ্গে পাক পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে বিরাটদের সতর্ক করে দিয়েছেন সৌরভ।