ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আইএসের কাছ থেকে মসুল পুনরুদ্ধারের অংশ হিসেবে নগরীর পূর্বাঞ্চলের অন্তত ৬টি এলাকা দখল

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০২:০৬ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার

mosulআইএসের কাছ থেকে মসুল পুনরুদ্ধারের অংশ হিসেবে নগরীর পূর্বাঞ্চলের অন্তত ৬টি এলাকা দখল করেছে ইরাকী বাহিনী। ক্রমান্বয়ে শহরের প্রাণকেন্দ্রে প্রবেশের চেষ্টা চলছে বলেও দাবি কর্তৃপক্ষের। মাত্র একদিন আগে আইএস প্রধান আবু বকর আল বাগদাদী কিছুতেই মসুল থেকে সরে না আসার আহ্বান জানিয়েছিলেন জঙ্গিদের। প্রায় তিন সপ্তাহ আগে অভিযান শুরু হলেও এটিই ছিল শক্তিশালী আক্রমণ। তবে শুক্রবারের অভিযানে জঙ্গিদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে সেনাদের। কয়েকজন সেনার মৃত্যুর খবর গণমাধ্যমে আসলেও বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।