ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ধোনিকে টপকে এক নম্বরে রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার | আপডেট: ১২:১৭ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

রোহিত শর্মার সেঞ্চুরিতে রোববার ম্যানচেস্টারে ৩৩৬ রানের পাহাড় গড়ে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে ৩০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান।

এ দিন, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। আর্দ্র আবহাওয়া আমির-রিয়াজদের দারুন সামাল দিলেন রোহিত শর্মা ও তার নতুন ওপেনিং পার্টনার কেএল রাহুল।

রোহিত শর্মার রান আউট মিস করার মাশুল দিতে হল পাক দলকে। এছাড়া, শুধু ভিড়ে ঠাসা গ্যালারির সামনেই নয়, বরং বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্রিকেটপ্রেমীর সামনে নিজেদের যথাযথ মেলে ধরেন ভারতীয় তারকারা৷

তবে এ ক্ষেত্রে মহানায়ক হয়ে ওঠেন রোহিত শর্মা৷ অনবদ্য শতরান করেন হিটম্যান। ম্যানচেস্টারে ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন রোহিত৷ ১৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো রোহিতের ইনিংস। সেই সঙ্গে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন রোহিত।

ফলে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫৮৷ পাকিস্তান ম্যাচের আগে তিনি ধোনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন (৩৫৫)৷ পাকিস্তান ম্যাচের পর ধোনিকে টপকে এককভাবে এক নম্বরে চলে আসেন৷

এছাড়া, একদিনের কেরিয়ারে ২৪ তম শতরান করেন রোহিত। সার্বিকভাবে ওয়ান ডে সেঞ্চুরির তালিকার ৯ নম্বরে রয়েছেন হিটম্যান৷ ভারতীয়দের মধ্যে রয়েছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির ঠিক পিছনে তিন নম্বরে৷ আর একটি সেঞ্চুরি করলে এক যোগে বসে পড়বেন ডি’ভিলিয়ার্স, গেইল ও সাঙ্গাকারার পাশে৷ তবে কম ম্যাচ খেলার সুবাদে তিন জনকে ছাপিয়ে ৬ নম্বরে চলে আসবেন রোহিত৷

আর বিশ্বকাপে এটি রোহিতের তৃতীয় সেঞ্চুরি৷ এই নিরিখে তিনি ছুঁয়ে পেলেন শিখর ধাওয়ান, রামিজ রাজা, ম্যাথিউ হেডেন, ভিভ রিচার্ডস, সাঈদ আনোয়ার ও সনৎ জয়সূর্য্যর পাশে৷ ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে তার থেকে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল শচীন টেন্ডুলকার (৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৪)৷

শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে রোহিতের ১৪০ রানই এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ তার আগে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কেবল বিরাট কোহলি (১০৭)৷ সেইসঙ্গে, রোহিত শর্মা একমাত্র ভারতীয় হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে পর পর দুটি সেঞ্চুরি করেন৷ গত বছর এশিয়া কাপে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে রোহিত ১১১ রানে অপরাজিত ছিলেন৷

অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করার নিরিখে শিখর ধাওয়ানকে ছুঁয়ে ফেলেন রোহিত৷ দু’জনেই ইংল্যান্ডে চারটি করে ওয়ান ডে সেঞ্চুরি করেছেন৷