ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

লিটন ইন, মিঠুন আউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে এসেছেন লিটন দাস।

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে আজকের ম্যাচে জয়টা টাইগারদের জন্য খুবই বেশি প্রয়োজন। তাই ক্যারিবীয়দের বিপক্ষে দল জয় ছাড়া অন্যই কিছুই ভাবছে না বলে জানালেন মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে টাইগাররা। তাই সম্প্রতি পারফরম্যান্সে ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে বাংলাদেশ দল। তবে এটি মানতে নারাজ নড়াইল এক্সপ্রেস। বলেন, এদিন নতুন ম্যাচ। তাই সবকিছুই নতুনভাবে শুরু হবে।

বাংলাদেশ দলের একাদশ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।