ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তমবারের মত প্রজাপতি মেলা

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:২৯ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তমবারের মত প্রজাপতি মেলা হয়েছে। এ’ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। এবারের প্রজাপতি মেলায় জীব-বৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে। মেলা উপলক্ষে ক্যাম্পাসে দিনভর ছিলো নানা আয়োজন।