অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার
আট দফা দাবি আদায়ে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। রাজধানীর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড পুনর্বহাল, দিনের বেলায় রাজধানীতে মিনি ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি ২৪ ঘন্টার মধ্যে বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা। এছাড়া, কাল সকাল ১০টায় মতিঝিলের শাপলা চত্ত্বরে মহাসমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।