ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শার্শায় বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে যশোরের শার্শা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

বিড়ি শ্রমিক ফেডারেশন, যশোর অঞ্চলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রতিবছর বিড়ির দাম বৃদ্ধি করা হয় এবং বছর এলেই আমরা আতঙ্কে থাকি কখন এর মূল্য আবারও বেড়ে যায়।

বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে বিড়ি শ্রমিকরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের মহিলাবিষয়ক সম্পাদিকা মায়া খাতুন, শ্রমিক ফেডারেশন সদস্য শান্ত কুমার সাহা, মিজানুর রহমান, হাফিজুল রহমান প্রমুখ। উক্ত মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর তাদের ৮দফা দাবি তুলে ধরেন।

কেআই/