৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৫৩ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার
একাধিক সংগঠন আবেদন করায় কাউকেই ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
সকালে রাজধানীর মিরপুরে জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষায়িত টিম সোয়াতের অনুষ্ঠানে যোগ দেন পুলিশ কমিশনার। পরে সোয়াতের নতুন সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন ডিএমপি কমিশনার। এরপর সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। জানান, নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে এখনও আবেদন করেনি বিএনপি।