ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কোহলিকে ছাড়িয়ে গেলেন আমলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ রান নিয়ে ওয়ানডেতে ৮ হাজার রানের রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। তিনি এ রেকর্ডের মাধ্যমে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েছেন। ইনিংসের ক্ষেত্রে না হলেও ম্যাচের ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন।

কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে আমলার রান ছিল ৭৯৭৬ রান। ৮ হাজার রানের মাইলফলক গড়তে হ্যাশের লেগেছে ১৭৯ ম্যাচ ও ১৭৬ ইনিংস। ১৫ জুন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে এই বার্মিংহামেই বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটি গড়েন কোহলি। দ্রুত ৮ হাজার করতে কোহলির লেগেছে ১৮৩ ম্যাচ ও ১৭৫ ইনিংস।

এর আগে দ্রুত ৭ হাজার নিয়েও কোহলিকে পেছেনে ফেলেন আমলা। দ্রুত ২ হাজার থেকে ৮ হাজার রানের মালিকও প্রোটিয়া ওপেনার। ওয়ানডেতে দ্রুত ১০ সেঞ্চুরির ক্ষেত্রেও সবার শীর্ষে আমলা।

দ্রুত ৮ হাজার রানের মাইলফলকে কোহলির পরে ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রীর লেগেছে ১৯০ ম্যাচ ও ১৮২ ইনিংস। এরপরেই আছেন সৌরভ গাঙ্গুলি (২০৮ ম্যাচ ২০০ ইনিংস), রোহিত শর্মা (২০৬ ম্যাচ ২০০ ইনিংস) ও রস টেইলর (২১৮ ম্যাচ ও ২০৩ ইনিংস)।

এনএম/এসি