ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নাসিরনগরে হামালার প্রকৃত তথ্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:২২ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামালার প্রকৃত তথ্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ঘটনার জন্য সরকারকেই দায়ী করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার পাঁচদিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন। ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজের অভিযোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নাসিরনগরে হামলা হয়েছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলেও দাবী করেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর উপলক্ষে এক আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি তিনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় অংশ নিয়ে যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে সরকার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে।