ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বাংলাদেশের শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে দুইদিন ব্যাপি চিত্র প্রদর্শনীর আয়োজন

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫২ পিএম, ৫ নভেম্বর ২০১৬ শনিবার

বাংলাদেশের শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে দুইদিন ব্যাপি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজি। রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম। এ সময় মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তফা। অনুষ্ঠানের রাশিদা খানম বলেন, দেশের মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে কর্মমূখী শিক্ষার কোন বিকল্প নেই। সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক ও দক্ষ মানবশক্তির দেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।