ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

টেলিগ্রাফের বিশ্লেষণ

বিশ্বকাপের সবচেয়ে দামি খেলোয়াড় সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৪৮ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

এবারের বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি মূল্যবান? কার পারফরমেন্স কত ভালো? এ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেছে ব্রিটিশ দৈনিক দ্যা টেলিগ্রাফ।

সংবাদমাধ্যমটি বিশ্বকাপে ১০ দলের ১৫০ জন খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করে সাকিব আল হাসানকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে দাবি করেছে।

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ ও ৬৪ রান করেছে সাকিব। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ১২১ ও ১২৪*।

উইকেট শিকার করেছেন পাঁচটি। বাংলাদেশের দুটি জয়ে হয়েছেন ম্যাচসেরা। সব মিলিয়ে টেলিগ্রাফের সাংবাদিক টিম উইগমোরের বিশ্লেষণে এখন পর্যন্ত সাকিবই সেরা।

টেলিগ্রাফ জানিয়েছে, ‘নিজের দলের সবচেয়ে কঠিন দায়িত্ব নেন সাকিব। পাওয়ার প্লেতে নিয়মিত বল করেন তিনি। আর ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং শুরু করে ১৯ ম্যাচ খেলে গড় রান ৫৯.৬৮, এর মধ্যে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সেঞ্চুরি।’

এমএইচ/