ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

হিমাচলে বাস খাদে, নিহত বেড়ে ৪৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ভারতের হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুল্লুর বানজার এলাকায় প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস পাহাড়ি পথে চলার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

প্রায় ৫০০ মিটার উঁচু থেকে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রায় ২৫ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, পরে আরও ১৯ জনের মৃত্যু হয়।

এ নিয়ে ১২ জনের বেশি নারী, ৭ জন শিশু, পাঁচ থেকে ছয়জন কিশোরী ও ১০ জন পুরুষ মিলে ৪৪ জনের মুত্যুর তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 

সরকারি কর্মকর্তারা বলছেন, বাসটি বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অতিরিক্ত যাত্রীর নেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  

কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, ৬০ জন যাত্রী নিয়ে জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি।

হিমাচল প্রদেশে এমন দুর্ঘটনা নতুন কিছু নয়। ২০০৯ সাল থকে ২০১৮ পর্যন্ত প্রদেশটিতে ৩০ হাজারেরও বেশি দুর্ঘটনা হয়েছ। এতে অন্তত ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরও ৫৪ হাজার মানুষ।

আই/