ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

দর্শকরা মন ভরে উপভোগ করছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। বাউন্ডারির পর বাউন্ডারির মার যেমন চলছে তেমনি দর্শনীয় ছক্কাও হচ্ছে প্রচুর। কখনও বল গিয়ে পড়ছে মাঠের বাহিরে আবার কোন কোন বল ছুটছে আকাশ ছুঁতে। প্রতি খেলায় রানের পাহার দেখছে দর্শকরা।   

বিশ্বকাপের এ পর্যায়ে সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরির মাধ্যমে করেছেন ৪৪৭ রান। সেরা বোলার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মিসেল স্টার্ক। তিনি পেয়েছেন ১৫টি উইকেট।

দেখে নিন ২৬ ম্যাচ পর্যন্ত পাঁচ সেরার কৃতিত্ব-

সূত্র : ক্রিকেট ইনফো

এএইচ/