ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

আজ শক্তিশালী ভারতের মুখোমুখি দুর্বল আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২২ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৩:১৯ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

বিশ্বকাপের ২৮ তম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে আজ শনিবার মাঠে নামছে  দুর্বল আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) সাদাম্পটনের রোজবোলে ম্যাচটি শুরু হবে।

৪ ম্যাচ খেলে তিন জয় আর একটিতে  পয়েন্ট ভাগাভাগি করে পয়েন্ট তালিকার চারে ভারত, অপরদিকে পাঁচ ম্যাচে কোন জয় না পাওয়ায় পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে আফগানরা।

চোট পাওয়ায় আসর থেকে ছিটকে পড়েছের শেখর ধাওয়ান। তার জায়গায় আজ অভিষেক হতে পারে ঋষভ পন্থের।  এর আগে তাকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল।

তবে তাকে শিখর ধাওয়ানের জায়গায় নামানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তিনি দলে এলে ভারতের ব্যাটিংয়ের শক্তি বাড়বে এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থকে ছাড়াই দল দারুণভাবে জয় তুলে নিয়েছিল। সেই উইনিংস কম্বিনেশনকে হয়তো ভাঙতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট।

এছাড়া, ভুবনেশ্বর কুমারের চোটে দলে এমনিতেই ঢুকতে চলেছেন মুহাম্মদ শামি। এই বিশ্বকাপে এই প্রথম ম্যাচ খেলবেন তিনি।

অন্যদিকে আফগানিস্তানের অবস্থা একদম ভালো নয়। এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। ফলে একাদশে তেমন কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

ভারত সম্ভাব্য একাদশ

কেদার যাদব, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডেয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, রিশভ পান্থ, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুম্রা, কুলদীপ যাদব, শামি আহমদ ও উজভেন্দ্র চাহাল।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ

আসগর স্টানিকজাই, হাস্মাতুল্লা শাহিদি, হজরতুল্লা, ইকরাম আলী খিল, নাজিবুল্লা জারডান, নুর আলি জারদান, মোহম্মদ নবী, রহমত শাহ, সামিউল্লা শেনওয়ারি, আফতাব আলম, দৌলত জাড্রান, গুলবাদিন নাইব, হামিদ হাসান, মুজিব উর রহমান ও রাশিদ খান।

আই/এমএইচ/