ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নিরাপত্তা শংকায় নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে ট্রাম্পকে

প্রকাশিত : ১০:৪১ এএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪১ এএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নিরাপত্তা শংকায় নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। শনিবার রাতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করেই ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তারক্ষীরা। এর কিছুক্ষণ পরই জনতার ভীড় থেকে এক তরুণকে হাতকড়া পড়িয়ে বাইরে আনা হয়। পরে আবার মঞ্চে ফিরে আসেন ট্রাম্প। তবে সেখানে ঠিক কি ঘটেছিল তা এখনও ষ্পষ্ট নয়। এদিকে শেষ মুহুর্তে ডেমোক্র্যাটদের শক্ত অবস্থান থাকা অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনও সুইং স্টেটগুলোতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।