ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

জাজাইকে হারিয়েও লড়ছে আফগানিস্তান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া আফগানিস্তান এবং কোনো ম্যাচে না হারা ভারত। ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমে স্পিন ও পেস এ্যাটাক দিয়ে শুরু থেকেই ভারতকে চেপে ধরে আফগানিস্তান। যার ফল হাতেহাতেই পায় গুলবাদিন নাঈবের দল। ভারতকে ২২৪ রানেই ইনিংস শেষ করতে বাধ্য করে দলটি।

২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও দলকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি মারকুটে ওপেনার হযরতুল্লাহ জাজাই। চরম ব্যর্থতার পরিচয় দিয়ে শামির বলে বোল্ড হয়ে ফেরেন মাত্র ১০ রান করে। ফলে সপ্তম ওভারে দলীয় ২০ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

তবে ওই অল্প রানে বাঁহাতি ওপেনারকে হারালেও ভারতীয় বোলিং সামলে রহমত শাহকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনে নামা দলীয় ক্যাপ্টেন গুলবাদিন নাঈব।

১৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ এক উইকেটে ৫৫ রান। নাঈব ২২ রানে এবং রহমত ১১ রানে ক্রিজে আছেন।

এর আগে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চমকে দিয়ে দারুণ বোলিং করেন রশিদ-নবী-নাইবরা। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মাত্র ২২৪ রান তুলতে পেরেছে বিশ্বকাপের ফেবারিটরা।

এনএস/কেআই