ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টার আসামি মাশুকের বিরুদ্ধে পরোয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার | আপডেট: ০৭:২০ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার

রাজধানীর ভাষানটেকে কলেজ ছাত্রী ও তার মাকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মূল আসামি মাওলানা মাশুক রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহানগর দায়রা জজ আদালত। মামলার অপর আসামি মাসুম বিল্লাহ ও সবুজ মিয়া কে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ আদেশ দেন।

এর আগে গত ১৬ এপ্রিল বাড়ী দখলের চেষ্টা করলে বাধা দেয় বাড়ীর মালিকের স্ত্রী ও তার মেয়ে আসামি মাশুক রেজার নেতৃত্বে আগুন দিয়ে মা-মেয়েকে হত্যার চেষ্টা করা হয়। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে আসামিরা রাস্তায় বাধা দেয় এবং তাদের লাঞ্ছিত করে।

এ ঘটনায় ভাষাণটেক থানায় মামলা দায়েরের পর মাওলানা মাশুক রেজাসহ ৫ আসামি হাইকোর্ট থেকে ১০ দিনের আগাম জামিন নেয়।

রোববার আসামি মাসুম বিল্লাহ, সবুজ মিয়া, সরদার মাহমুদ, ইয়াছিন আলী সিদ্দিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত মাসুম বিল্লাহ ও সবুজের আবেদন নাকচ করে কারাগারে পাঠায় এবং সরদার মাহমুদ ও ইয়াছিন আলী সিদ্দিক কে জামিন দেয়।

এসময় আদালতে হাজির না হওয়ায় মূল আসামি মাশুক রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়।

মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন মাহবুবুর রহমান সুজন ও আসামী পক্ষের দেলোয়ার হোসেন।

এসি