ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৪ ১৪৩১

আজ জিততেই হবে বাংলাদেশকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার | আপডেট: ০২:৩০ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনালের দৌড়ে আছে বাংলাদেশ। আর তাতে আরও এগিয়ে যেতে আজ সোমবার সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন টাইগাররা।

সেমিফাইনালে উঠতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

টাইগারদের আজকের ম্যাচসহ মোট ম্যাচ রয়েছে ৩টি। এই ম্যাচগুরো জিতলে এবং ইংল্যান্ড তাদের শেষ তিন ম্যাচের দুটিতে হারলে সেমিতে ওঠার ভালো সুযোগ থাকবে বাংলাদেশের। এছাড়া অন্যসব ম্যাচের ফল অনুকূলে থাকলে শেষ তিন ম্যাচের দুটিতে জিতেও বিশ্বকাপের শেষ চারে চলে যেতে পারে লাল-সবুজের জার্সিধারীরা।

তাই স্বপ্ন এখনও বেঁচে থাকায় সম্ভাবনার সব দুয়ারেই কড়া নাড়তে চায় মাশরাফি বাহিনী। তবে সব সমীকরণের প্রথম শর্ত হল, আজ জিততেই হবে বাংলাদেশকে!

কিন্তু আফগান বোলিংয়ের চেয়ে নিজেদের বোলিং নিয়েই বেশি উদ্বিগ্ন মাশরাফি। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে ৩২৯ রান হজম করেছে বাংলাদেশ! ছন্নছাড়া বোলিং দলের সবচেয়ে দুর্বল দিক। ব্যাটিংয়ে এখন পর্যন্ত সত্যিকারের ভরাডুবি ঘটেনি বাংলাদেশের। কিন্তু সেই বাজে দিনটা যদি আজ এসে যায়, বোলাররা তা সামাল দিতে পারবেন তো?

তবে বিশ্বকাপে এই পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৪২৫ রান। সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নম্বরে। আফগানিস্তান অধিনায়ক ঠিকই জানেন তাদের বিপক্ষে সবচেয়ে বড় হুমকি হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডারই।

তবে যাই হোক, সার্বিকভাবে বলা যেতে পারে, বাংলাদেশ বনাম আফগানিস্তানের ব্যাট-বলের আজকের যুদ্ধটা জমবে দারুণ।