ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী যাত্রীবাহী উপবন ট্রেন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত শতাধিক। এ ঘটনায় গেল রাত থেকে সারা দেশের সাথে বন্ধ রয়েছে সিলেটের রেল যোগাযোগ। দূর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে, লাইন মেরামত করতে সময় লাগবে বলে জানিয়েছে রেল বিভাগ।

রোববার রাত ১১টা ২০ মিনিট। ঘুমে তখন যাত্রীরা। হঠাৎ করে উপবন ট্রেনটি কুলাউড়ায় লাইনচ্যুত হয়। মুহুর্তেই ট্রেনটির একটি বগী বরমচাল বড়ছড়ার ব্রীজ ভেঙ্গে নিচে পড়ে যায়। আরো ২টি বগি ব্রীজের দুই পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৪ জন। আহত হয় প্রায় শতাধিক।

আহতদের মধ্যে গুরুতর ১৮ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 ঘটনার পর পরই উদ্ধারে নামে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস, র‌্যাব-পুলিশ ও বিজিবি।

 রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইন চালু হতে অনেক সময় লাগবে।

দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল।