লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৩:১৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬ রবিবার
লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৮টির, আর ৫০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স দশমিক চার-আট পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৬৭২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯২টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।