ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১২:৫১ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ইব্রাহিমোভিচের জোড়া গোলে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষে মাঠে প্রথমে লিড পায় ম্যানইউ। ১৫ মিনিটে ফ্রান্স মিডফিল্ডার পল পগবার গোলে ১-০তে এগিয়ে যায় তারা। এর ৬ মিনিট পরেই গোলে করে ব্যবধান বাড়ান সুইডিস ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলেটি করেন জালাতান ইব্রাহিমোভিচ। পিছিয়ে পরে আক্রমণের গতি বাড়ায় সোয়ানসি সিটি। ৬৯ মিনিটে দলের একমাত্র শান্তনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাইক ভ্যান। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জোসে মরিনিয়োর দল।