ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ভারতে দিওয়ালী উৎসবের ধোঁয়াসা থেকে রক্ষা পেতে বিদ্যালয়গুলো ৩ দিনের জন্য বন্ধ

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১২:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০১৬ সোমবার

indiaভারতের নতুন দিল্লিতে দিওয়ালী উৎসবের ধোঁয়াসা থেকে রক্ষা পেতে বিদ্যালয়গুলো ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ ঘোষনা দেন। এসময় প্রায় ৫০০০ এর বেশি স্কুল বন্ধ  থাকবে।  এছাড়া সব ধরনের নির্মান কাজও পরবর্তি পাঁচ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন কেজরিওয়াল। দিওয়ালি উৎসব চলাকালে ভারতে প্রচুর বাজি পোড়ানো হয়। এ থেকে সৃষ্ট ধোঁয়াসা শিক্ষার্থীদের ক্ষতির কারন হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পরিবেশবিদরা।