ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

রাসেলের বাকি টাকা পরিশোধে গ্রিনলাইনকে ৯ মাস সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকার মধ্যে বাকি ৪৫ লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে আরও ৯ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এই টাকা গ্রিনলাইন কর্তৃপক্ষকে প্রতি মাসে ৫ লাখ করে পরিশোধ করতে হবে।

মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গ্রিনলাইন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী অজি উল্লাহ ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবী খোন্দকার শামসুল হক।

এর আগে গ্রিনলাইন কর্তৃপক্ষ ১০ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের উপস্থিতিতে ৫ লাখ টাকার চেক প্রদান করে।

এপিআর এনার্জি লিমিটেডের গাড়িচালক রাসেল সরকার গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ধোলাইরপাড় প্রান্তে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারান।

এসি