ঝিনাইদহে কারাবন্দীদের সঙ্গে মাদকবিরোধী আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন’ এই শ্লোগানে ঝিনাইদহে কারাবন্দীদের সঙ্গে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের অভ্যন্তরে এ আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থা। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেল সুপার গোলাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা, মাদকের কুফল সম্পর্কে কারাবন্দীদের অবহিত করেন। সেই সাথে সমাজ থেকে মাদক দূর করতে কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
এনএম/কেআই