ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

তিন উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:০৮ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার জেমস ভিন্সকে সরাসরি বোল্ড করে অজিদেরকে উল্লাসে মাতান পেসার বেরেন্ড্রফ। ফলে শূন্য রানেই উইকেট হারায় স্বাগতিক দল। পরে জো রুট ও মরগানকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে ইংলিশদের সংগ্রহ তিন উইকেটে ২৬ রান। বেয়ারস্টো ১১ রানে ক্রিজে আছেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংলিশদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ক্যাপ্টেন এ্যারোন ফিঞ্চ। হাফসেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। মূলত এই দুই ওপেনারের ব্যাটে চড়েই ২৮৫ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। যাতে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৮৬।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।

এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।