ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ফোরজি উন্নত করতে এরিকসন অটোমেটিক শেয়ার্ড ক্যারিয়ার স্থাপন রবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

গ্রাহকদের জন্য ফোরজি সেবা আরো উন্নততর করতে সম্প্রতি বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এরিকসনের (ন্যাসডাক: এরিক) ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার সল্যুশন’ স্থাপন করেছে।

নেটওয়ার্ক সম্প্রসারণের এ সমাধান গ্রহণ করায় তা লিগ্যাসি ব্যান্ডের মাধ্যমে এলটিই-সক্ষমতা বৃদ্ধি করবে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট গতি বৃদ্ধি পাবে প্রায় তিন গুণ। এরিকসনের ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার’ প্রযুক্তি বিদ্যমান তরঙ্গ থেকেই অধিক এলটিই-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উল্লেখযোগ্য হারে স্পেকট্রাম এফিসিয়েন্সি বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহক পর্যায়ে উন্নতর অভিজ্ঞতা নিশ্চিত করে।

মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের হেড অব এরিকসন টড অ্যাশটন বলেন, ‘বাংলাদেশে দ্রুতগতিতে ফোরজি সেবার আওতা বৃদ্ধি ঘটে চলেছে। এ অবস্থায় ফোরজি সেবার উন্নয়নে উন্নততর প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ভয়েস কল সেবা বাঁধাগ্রস্ত না করেই ফোরজি সেবার উন্নয়ন ঘটানো প্রতিটি অপারেটরের জন্যে আবশ্যকীয় কাজে পরিণত হয়েছে। আর এ প্রয়োজনীয়তা পূরণে এরিকসন এর ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার’ সমাধান ব্যবহারে রবির ফোরজি ইন্টারনেটের গতি বৃদ্ধি ও উন্নততর অ্যাপ কাভারেজ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।’

রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আমাদের গ্রাহকদের সুখকর অভিজ্ঞতা নিশ্চিত করতেই নেটওয়ার্ক সম্প্রসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ফোরজি ইন্টারনেট গতি বৃদ্ধিকল্পে আমরা তাই বেছে নিয়েছি এরিকসন অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার। ফলে, ভয়েস কলের মানের সাথে আপোস না করেই ফোরজি অভিজ্ঞতা উন্নতর করবে এ সমাধান।’

রবি আজিয়াটা লিমিটেডের চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল হুসেইনি বলেন, ‘সবসময়ই আমাদের চেষ্টা থাকে সর্বাধুনিক প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে রবির নেটওয়ার্ক উন্নততর করা। আমাদের নেটওয়ার্ক উন্নততর করার এই নিরন্তর কৌশলের অংশ হিসেবেই আমরা এরিকসন অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার স্থাপনের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা ভালো করতে এবং ইন্টারনেটের গতি বৃদ্ধিতে উদ্যোগী হয়েছি। এরিকসনের সহায়তায় আমাদের টিম নেটওয়ার্ক সম্প্রসারণের এ কাজটি সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকসেবা উন্নত করতে আমরা অর্জন করেছি আরও একটি মাইলফলক।’

এরিকসনের ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার’ একই তরঙ্গে জিএসএম ও এলটিই’কে ওভারল্যাপ করানোর মাধমে চাহিদাভেদে তাৎক্ষণিক ও স্বয়ংকৃতভাবে জিএসএম কিংবা এলটিই’তে তরঙ্গ বরাদ্দ করে। এছাড়া, এলটিই ক্যারিয়ারের মাঝেই জিএসএম রিসোর্স একে অপরের কোন ক্ষতিসাধন ছাড়াই থাকতে পারে। ফলে এরিকসন এর অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার ব্যবহার করায় এটি যেমন রবির বিদ্যমান তরঙ্গের পূর্ণ ব্যবহার নিশ্চিত করবে, এর পাশাপাশি ভয়েস কলের ক্ষেত্রেও মান অটুট থাকবে।’

এসি