শার্শায় পিএসটিসি প্রকল্পের সমন্বয় সভা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার | আপডেট: ১০:১২ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

যশোরের শার্শা উপজেলায় সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারীর সঙ্গে সমন্বয় সভা ও স্থানীয় প্রতিনিধিদের সাথে আলোচনা সভা করেছে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)র যশোর সংযোগ প্রকল্প। বুধবার দুপুরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পিএসটিসির সংযোগ প্রকল্পের জেলা সমন্ময়কারী সৈয়েদা নুরে নাবিলা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবুল কাশেম,ব্যবসায়ী, শ্রমজীবী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ওরিয়েন্টেশনে এইচআইভি/এইডস ও যৌন রোগ বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএসটিসির সুপারভাইজার উৎপল রায় এবং কাকলী খাতুন।
এমএস/কেআই