ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

আগামী নভেম্বরে জাকসু নির্বাচন:ভিসি

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১০ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৩০ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও নভেম্বরে জাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশনকে ‘অপূর্ণাঙ্গ সিনেট’ আখ্যা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। যার কারণে সিনেট সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।

পরে বিকেল পৌঁনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন।

এসময় উপাচার্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন। পাশাপাশি সিনেট সদস্যরা জাকসু’র বিষয়ে সিনেট অধিবেশনে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে সিনেট সদস্যদের সিনেট অধিবেশনে প্রবেশের সুযোগ দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, জাকসু নিয়ে আমাদের মাঠে ময়দানে ভূমিকা ছিল এবং থাকবে। উপাচার্যের আশ্বাস দেওয়ায় আমরা আমাদের কর্মসূচি বাতিল করেছি। আমরা আগামী ১০ কর্মদিবসের মধ্যে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছি। আমাদের দাবির প্রেক্ষিতে ৩১ জুলাই এর মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং আগামী নভেম্বরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য।

এনএম/কেআই