ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

চুনারুঘাট পাঁচ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৫:০৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

চুনারুঘাট সাহিত্য- সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালন উপলক্ষ্যে চুনারুঘাট সাহিত্য- সংস্কৃতি পরিষদ এই উৎসব আয়োজন করছে। ১৮ ডিসম্বরের থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে উৎসবের উদ্বোধনের প্রত্যাশা করেছে সংগঠনটি । অনুষ্ঠানটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাজধানী ঢাকার বাইরে দেশের সবচেয় বড় সাংস্কৃতিক
উৎসব এটি।

ভারতের ৪টি রাজ্য থেকে সাংস্কৃতিক প্রতিনিধি দল এতে যোগ দিবে বলে জানা গেছে। বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্না সেন উৎসবে থাকার সম্ভবনা
রয়েছে।
এছাড়াও, উপমহাদেশের প্রখ্যাত দুই গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস ও ভূপেন হাজারিকার দুই কন্যাও থাকবেন উৎসবে । বাংলাদেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, নাট্যকার , শিল্পী ও বুদ্ধিজীবীরা উৎসবের বিভিন্ন কর্মসূচিতে থাকবেন ।
দেশের বিভিন্ন জেলার ৪০টি সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার সংস্কৃতি কর্মী এতে উপস্হিত থাকবেন।

চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা, রংপুরের ভাওয়াইয়া, পার্বত্য চট্টগ্রাম থেকে ত্রিপুরা সিলেটের মনিপুরী, ঘেটুগান,পটের গানসহ বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা পরিবেশনা থাকবে ।
বিশিষ্ট গীতিকার ও সুরকার গাজী মাজাহারুল আনোয়ারের গ্রন্থণায় ও প্রযোজনায় বাংলা চলচ্চিত্র নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠান ।
পাচঁ দিনের উৎসবের একদিন সকাল থেকে রাত পর্যন্ত নাটক ও একদিন কবিতা পাঠ ও আবৃত্তি এবং অন্য একদিনে থাকবে বাউলগান । থাকবে যাত্রাপালা , গাজীর গীত ও কাঞ্চন মালার পালা।
কিশোরগন্জের ঐতিহ্যবাহী লাঠিয়াল দলের পরিবেশনায় থাকবে বিশেষ অনুষ্ঠান। থাকবে হস্তশিল্প ও গ্রন্থ প্রর্দশনী । হাজারো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত। প্রতিদিন দর্শক হবেন ১৫/ ২০ হাজার মানুষ