ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩০ ১৪৩২

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাদরাসা শিক্ষকদের দোয়া

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদারাসাকে জাতীয় বেতন কাঠামোর আওতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদারাসা শিক্ষক পরিষদ বাগেরহাট সদর উপজেলার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান।

বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা বড়–বিবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মাওলানা হোসাইন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নওশের আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সামসুল হক আনছারি, শিক্ষক মাওলানা আজিজ শেখ, শেখ ফরিদ, কলাবাড়িয়া মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শেখ মতিয়ার রহমানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছর পর বর্তমান প্রধানমন্ত্রীর মহানুভবতায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদারাসাকে জাতীয় বেতন স্কেলের আওতায় আনা হয়েছে। এজন্য তার প্রতি সকল মাদরাসার পক্ষ থেকৈ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা শিক্ষক রয়েছি, আমাদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সুশিক্ষায় শিক্ষিত করে তোলা।

কেআই/