ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩০ ১৪৩২

শেখ তন্ময়’র ৩২তম জন্মদিন পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৩০ জুন ২০১৯ রবিবার

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর ৩২তম শুভ জন্মদিন উদযাপন করেছে বাগেরহাটে জেলা আওয়ামীলীগসহ সব সহযোগী সংগঠনসহ মোরেলগঞ্জ পৌর যুবলীগ।

এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে গতকার শনিবার বিকালে আনন্দ মিছিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ।

এ ছাড়াও শেখ সারহান নাসের তন্ময় এমপি’র ৩২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, চেয়ারম্যান মাহমুদ আলীসহ উপজেলা ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।