ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩০ ১৪৩২

নলছিটির নিজাম তালুকদার আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ৩০ জুন ২০১৯ রবিবার | আপডেট: ১১:২৮ এএম, ৩০ জুন ২০১৯ রবিবার

ঝালকাটির নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন তালুকদার (৭০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে বিকালে তিনি নলছিটি পৌরসভার মালিপুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী ছাড়াও তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। মরহুমের বড় ছেলে আল আমিন তালুকদার ডিবিসি নিউজ-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি। মরহুম নিজাম উদ্দিন তালুকদার নলছিটি ডিগ্রি কলেজ, নলছিটি বনিক উচ্চ বিদ্যালয় ও নলছিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

আজ রোববার সকালে নলছিটি বনিক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জর্নাদন দাস, কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার কুন্ডু।