ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩০ ১৪৩২

ঢেউয়ের তোড়ে জাহাজ থেকে ৪৩ কন্টেইনার সাগরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

ঢেউয়ের তোড়ে একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৪৩ কন্টেইনার বঙ্গোপসাগরে পড়ে গিয়েছে। রোববার সকালে বঙ্গোপসাগরের হাতিয়া-সিন্দীপ চ্যানেলের কাছে এ ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকার পানগাঁওগামী জাহাজে ৮৩ কন্টেইনার ছিল।

জানা যায়, গতকাল শনিবার রাতে চট্টগ্রাম বন্দরে থেকে ৮৩টি কন্টেইনার নিয়ে জাহাজটি ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া-সন্দীপ চ্যানেলের কাছে পৌঁছলে ঢেউয়ের তোড়ে কন্টেইনারগুলো ছিটকে সমুদ্রে পড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, কনটেইনারগুলো ভাসানচরের দিকে যেতে দেখা গেছে। হাতিয়া-সন্দীপ চ্যানেলে যদি কনটেইনারগুলো দেখা যায় তবে নৌ চলাচলে নিরাপত্তার জন্য মার্কিং করে দেওয়া হবে। ওই এলাকায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএস/