ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

আগাম জামিন চেয়ে ডিআইজি মিজানের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।

রোববার সংশ্লিষ্ট শাখায় সাবেক ডিআইজি মিজানুর রহমানের পক্ষে আবেদনটি দাখিল করেন আইনজীবী মো. আসাদুজ্জামান।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএমন কুদ্দুস জামানের গঠিত বেঞ্চে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবি মো. খুরশীদ আলম।

উল্লেখ্য, এর আগে নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। 

পরে, ১৯ জুন আদালত ডিআইজি মিজানের সম্পদ ভিন্নপথে পাচার হতে পারে এ আশঙ্কায় স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন।

গত ২৪ জুন ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে মামলায় আজ আগাম জামিন চেয়ে আবেদন করলেন বরখাস্ত হওয়া পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।

আই/