ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষনের ঘটনায় ২ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরী ধর্ষনের ঘটনায় আটক দুই ব্যক্তির ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আটকরা হলো মাটিরাঙ্গার কাঠাল পাড়া এলাকার রেজাউল হাওলাদার এবং একই এলাকার সাবু মিয়া। আটকদের চীফ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ার মোহাম্মদ নোমানের আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ৫দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আটকদের জামিন নামঞ্জুর করে তিনদিন করে রিমান্ডের নির্দেশ দেন। ৬ মাস আগে কিশোরীর ধর্ষনের শিকার হলে তার পরিবার দুজনকে আসামি করে মামলা করেন। পরে আটক করা হয় আসামীদের।