দেবরের বিয়েতে কেন কাঁদছেন প্রিয়াঙ্কা?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

দেবর জো জোনাসের বিয়ে। নিক জোনাসের সঙ্গে অনুষ্ঠানের প্রথম থেকেই উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুখ ঢেকে কেঁদে ফেলেন নায়িকা। কিন্তু কেন?
‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিয়ে হল জো-র। ফ্রান্সে বসেছিল সেই বিয়ের আসর। জোনাস পরিবারের ব্যক্তিগত সেই অনুষ্ঠানের ছবি তুলতে গিয়ে পাপারাত্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানে তাকে কাঁদতে দেখা গিয়েছে।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি রঙের শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা। খোঁপায় ছিল ফুল। এমনিতেই নিকের ভাই-বোনদের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক খুবই ভাল। জো-র বিয়েতেও মজা করেছেন। কিন্তু হঠাৎ কেন কেঁদে ফেললেন, তা নিয়ে রহস্য রয়েছে। কারণ এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়াঙ্কা।
আরকে//