ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৯:৩৮ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

সাবেক স্বামী পারভেজ সানজারির গায়ে এসিড নিক্ষেপ মামলায় আগাম জামিন পেলেন কন্ঠশিল্পী মিলা ইসলাম। সোমবার হাইকোর্টে মিলার উপস্থিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের বেঞ্চে শুনানি হলে আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

আসামী মিলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেবাশীষ ভট্টাচার্য্য।

২০১৭ সালের ১২ মে বেসরকারি একটি এয়ালল্যাইন্সের বৈমানিক পারভেজের সঙ্গে বিয়ে হয় মিলার। বিয়ের কয়েক মাস পর যৌতুকের জন্য মারধরের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন মিলা।

তদন্ত শেষে ওই গত বছরের ১৬ আগস্ট পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ। বর্তমান মামলাটি বিচারাধীন রয়েছে।

মামলা চলাকালে গত ৬ জুন সাবেক স্ত্রী মিলা ও তার সহকারী জন পিটার হাওলাদার কিমকের বিরুদ্ধে পারভেজকে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন পারভেজের বাবা এসএম নাসির উদ্দিন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন তিনি।

মামলায় এজাহারে বলা হয়েছে, গত ২ জুন রাতে উত্তরার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে সানজারির গায়ে এসিড নিক্ষেপ করা হয়।

মিলার সহকারী কিম তার শরীরে এসিড নিক্ষেপ করেন বলেন এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে আদালতে আগাম জামিন আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।

আই/