ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ভাষাসংগ্রামী আবু জায়েদ শিকদারের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু জায়েদ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫২ সালে প্রথম দশজন ছাত্রের যে দলটি ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে কারাবরণ করেছিলেন, আবু জায়েদ শিকদার তাদের অন্যতম।

শিক্ষাবিদ আবু জায়েদ শিকদার স্মরণে আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় তার অবদান ও কাজ নিয়ে বক্তব্য দেবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রিয় শিক্ষক সম্পর্কে স্মৃতিচারণ করবেন কবি নির্মলেন্দু গুণ। শিক্ষা প্রশাসনে তার অবদান নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, উপ-উপাচার্য আবদুস সামাদ, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত থাকার জন্য শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, সর্বসাধারণে গণিত শিক্ষা চর্চার লক্ষ্যে তিনি রচনা করেছেন ‘বিনোদনে গণিত’ বইটি। বাংলা ভাষায় এটিই প্রথম বিনোদনের মাধ্যমে গণিত শেখার বই।

এসএ/