গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৯ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী লিয়ন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার পুলিশ লিয়নকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেয়া তথ্য মতে এস আই রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
একপর্যায়ে তারা সিনাবহ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ৫ সদস্য আহত হয়। এ সময় লিয়ন বাহিনী পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার ইটিভি অনলাইনকে জানান, নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।