ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

দুদকের মামলায় ডিআইজি মিজান কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে ঢাকা দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হোসেন।

এর আগে সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিজানকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। সেখানেই ছিলেন তিনি।

গত রোববার দুদকের করা মামলায় জামিন আবেদন করেন মিজানুর রহমান। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদন খারিজ করে পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

এ মামলায় অপর আসামী মিজানের ভাগ্নে মাহমুদুল হাসানকেও ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।  

৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন আর ৩ কোটি ২৭ লাখ টাকা অবৈধভাবে অর্জনের তদন্ত করতে গিয়ে দুদক কর্মকর্তার কাছে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার কথা নিজেই স্বীকার করেন মিজান।

এসব অভিযোগে দুদক মিজানের বিরুদ্ধে মামলায় দায় করে। মামলায় ডিআইজি মিজানসহ তার স্ত্রীর সোহেলিয়া, ছোটভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে মাহমুদুল হাসানকে আসামি করা হয়।

এর আগেও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। নতুন করে এসব অভিযোগ ওঠায় ২৫ জুন তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ হেডকোয়ার্টারস।

আই/