ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সদস্য হতে আগ্রহী বাংলাদেশ

প্রকাশিত : ১১:১২ এএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১১:১২ এএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সদস্য হতে আগ্রহী বাংলাদেশ। গেল অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে ব্রিকস-বিমসটেক আউটরিচ মিটিং এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারাবাহিক উন্নয়ন প্রবৃদ্ধির হার ধরে রাখা বাংলাদেশও চায় বড় আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে। আর এক্ষেত্রে সমর্থন আছে ভারত ও রাশিয়ার। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকস আর শ্রীলংকা, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে গড়া আরেক অর্থনৈতিক জোট বিমসটেক। এই দুই জোটের মধ্যে সম্পর্ক স্থাপনের উপায় খুঁজতেই গোয়ায় অক্টোবরে হয়ে গেলো আউটরিচ সম্মেলন। যেখানে ব্রিকসের বর্তমান চেয়ার ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ও কারিগরি সহায়তা জোট ব্রিকস ও বিমসটেকের মধ্যে সহযোগিতা স্থাপনে তিনটি প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে মানসম্পন্ন এবং টেকসই অবকাঠামো গড়তে বাংরাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন মডেলকে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। এদিকে, বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার পক্ষে সম্মত রাশিয়া। ঢাকায় এসে একুশে টেলিভিশনকে এমনটাই জানিয়েছে ইউনাইটেড রাশিয়ার যুগ্ম মহাসচিব। বৈশ্বিক অর্থনীতির ব্যাপক অগ্রগতির রীতিতে ধারাবাহিকভাবে উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সফল বাংলাদেশ আরো এগিয়ে যাবে এমন বিশ্বাসও তার।