ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

কণ্ঠশিল্পী সালমার স্বামী কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম। মামলা নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ), ১১(গ)/৩০ ধারা। এ মামলায় সালমার স্বামী সানাউল্লাহ নূরী ওরফে সাগর ও তার বাবা-মাকে আসামি করা হয়েছে।

এমএস/এসি