ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

জাককানইবি প্রেসক্লাবের `কলম` উন্মোচন

জাককানইবি সংবাদদাতা

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র (জাককানইবি প্রেসক্লাব) প্রথম প্রকাশনা ‘কলম’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ও নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ভারতের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস এবং নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজের পরিচালক ড. স্বাতী গুহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক ড. রশিদুন নবী, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ’র উপ-পরিচালক রাশেদুল আনাম, জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, সাংগঠনিক সম্পাদিক তিতলি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকত, আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মারুফ, অর্থ সম্পাদক বায়েজিদ হাসান প্রমুখ।

অতিথিরা প্রেসক্লাব’র এ প্রকাশনার প্রশংসা করেন। ভবিষ্যতে প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রেসক্লাবের প্রতি প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

প্রকাশনাটির প্রচ্ছদ এঁকেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মো. রাশেদুর রহমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যে সব শিক্ষার্থীর প্রয়াণ ঘটেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশনাটির উৎসর্গ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চলমান নজরুল বই মেলার ২১ নং স্টলে পাওয়া যাবে ‘কলম’।

এমএস/