ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী নাজমুল হকের জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:০৫ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

আজ সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী সৈয়দ নাজমুল হকের জন্মদিন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অকুতোভয় এক সাংবাদিক ছিলেন। ১৯৪১ সালের আজকের এই দিনে তিনি খুলনাতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিপিআইয়ের (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অংশ হিসাবে অপহৃত ও পরে শহীদ হন এ কলম যোদ্ধা।

তিনি ’৬০-এর দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এসএ/