ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত মুশফিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার অনুশীলন করেছে টাইগাররা। আর এই শেষ অনুশীলনে চোট পেলেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নেটে অনুশীলনের সময় টেট বোলারের একটি বল সজোরে মুশফিকের ডান হাতের কনুইতে আঘাত করে। এরপর মুশফিককে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে বরফ দিয়ে তাকে পরিচর্যা করা হয়।

বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস জানান, মুশফিকের ডান হাতের কনুইতে বলের আঘাত লেগেছে। এ বিষয়ে ফিজিও এখনও কিছু জানায়নি। তবে আশা করছি আঘাত তেমন গুরুতর নয়। ক্রিকেটারদের কনুইতে আঘাত লাগার ঘটনা অহরহ ঘটে। এতে হাড়ে খুব একটা চিড় ধরে না। মনে হয় মুশফিক ঠিকই আছে।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেও প্রায় একই রকমভাবে নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিক। সেবারও তার খেলা-না খেলা নিয়ে তৈরি হয়েছিল দোলাচল। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ উইকেটের জয়ের ম্যাচে খেলেছিলেন তিনি।