ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

ক্যালিফোর্নিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। এবার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।

শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (৫ জুলাই) রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কের্ন প্রদেশের রিডগেক্রেস্ট শহরের কাছেই ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পটি অনুভূত হয়।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক রেকর্ড হলেও, পরবর্তীতে তা ছয় দশমিক নয় বলে জানায় ইউএসজিএস।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এই অঙ্গরাজ্যেই। তখন এটিকে বিগত দুই দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হয়েছিল।